কানাঘুষা শোনা যাচ্ছিল ২০১৮ সালের সেই জুনেই। ফেসবুক এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে ভুলবশত: মেসেঞ্জারে রিয়েল-টাইমে পাঠানো ক্ষুদে বার্তা বা মেসেজ অন্য কাউকে পাঠিয়ে দিলে, সেই মেসেজ মুছে ফেলা (message delete) সহজ হবে।
এক জনের জন্য মেসেজ পাঠানোর মনস্থির করে, অন্য জনকে পাঠিয়ৈ দেয়া হয়েছে, জীবনে এমন ভুল আমরা অনেকেই করেছি, যা খুবই বিব্রতকর। এ জন্য, ম্যাসেঞ্জারে পাঠানো মেসেজ খুব সহজেই মুছে ফেলা বা ডিলিট করার ফিচার যুক্ত করেছে ফেসবুক।
এই ফিচারটি ব্যবহার করতে হলে, কম্পিউটারে ফেসবুক ব্যবহারের সময় প্রথমে মেসেঞ্জারের চ্যাট স্ক্রিন চালু করতে হবে।
এবার পোস্ট করা মেসেজ বা ছবির বাঁয়ে থাকা তিনটি ডট চিহ্নে কার্সর রাখলেই ডিলিট অপশন পাওয়া যাবে। ক্লিক করলেই মুছে যাবে বার্তাটি।
এছাড়া স্মার্টফোনের মেসেঞ্জার অ্যাপে পাঠানো মেসেজের ওপর কার্সর রাখলেই বিভিন্ন রি-অ্যাকশন ইমোজিসহ স্ক্রিনের নিচে ডিলিট অপশন দেখা যাবে। এতে ক্লিক করলেই মুছে যাবে বার্তাটি।