ভারতের গুজরাট শহরে গত ২৩ ডিসেম্বর, ২০১৮ তারিখে ইন্ডিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মহেশ সাভানি এর আয়োজনে এক বিশাল গণবিবাহের আয়োজন অনুষ্ঠিত হয়। এই অনুষ্টানে দুই শত একষট্টি জোড়া নবদম্পতি, যাদের মধ্যে ছয় জোড়া মুসলিম এবং তিন জোড়া খ্রিস্টান দম্পতিও তাদের নতুন জীবন শুরু করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এখানে উপস্থিত প্রত্যেকটি নববধূর পিতা আগেই মারা গিয়েছেন এবং তাদের পরিবারের অবিবাহিত মেয়েদের বিবাহ দেয়ার আর্থিক ক্ষমতা নেই।

উল্লেখ্য যে, সুরাট শহরের ব্যবসায়ী মহেশ সাভানি গত কয়েক বছর ধরে এই বিবাহ অনুষ্টানের আয়োজন করছেন এবং এই গণবিবাহ অনুষ্টানের সকল খরচ তিনি নিজেই বহন করেন।
ইন্ডিয়াতে মেয়েদের বিবাহ অত্যন্ত ব্যয়বহুল ব্যাপার। ট্রাডিশনালি ইন্ডিয়াতে পাত্রপক্ষের পরিবার থেকে যৌতুক হিসাবে বিশাল নগদ টাকা ও উপহার সামগ্রী আশা করা হয়। যৌতুক প্রদানের সামান্য বিচ্যুতির কারণে বিবাহ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার অনেক খবর ইন্টারনেট ও প্রিন্ট মিডিয়ার কল্যাণে বিশ্ববাসী জানতে পারেন।