ব্যবহারীদেরকে ট্রেন্ড ধরতে না পেরে বিশ্বের একনম্বর স্মার্টফোন নির্মাতা নোকিয়া একসময় বিক্রি হয়ে যায় মাইক্রোসফটের কাছে। পরে এইচএমডি কোম্পানীর মাইক্রোসফটের মোবাইল ব্যবসার লাইসেন্স পেয়ে নোকিয়া নামে বাজারে স্মার্টফোন নিয়ে আসে। এ পর্যন্ত নোকিয়া যে কয়টি ফোন বাজারে এনেছে, তা আশাতীত ব্যবসা করতে সফল হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মে মাসে চীনের বাজারে নোকিয়া এক্স৬ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়।
অনেক দিন ধরেই অপেক্ষা ‘নোকিয়া এক্স ৬’-এর গ্লোবাল লঞ্চের। জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই হংকং-এও লঞ্চ হবে ‘নোকিয়া এক্স ৬’। যদিও হংকং-এ এই ফোন ‘নোকিয়া ৬.১ প্লাস’ নামে লঞ্চ করবে বলে জানানো হয়েছে সেখানকার একটি পত্রিকায়।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক নোকিয়া এক্স ৬-এর স্পেসিফিকেশন।
• অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৩৬ (Snapdragon 636) চিপসেট • নোকিয়া এক্স ৬-এ রয়েছে ৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে (১০৮০ x ২২৮০ পিক্সেলস) • এ্যান্ড্রয়েড ৮.১ অরিও (Android 8.1 Oreo) অপারেটিং সিস্টেম-এর সঙ্গে রয়েছে • ডুয়াল সিম, ডুয়াল রিয়ার ক্যামেরা। • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। • ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ছবির গুণমান আরও সমৃদ্ধ করে নেওয়া যাবে। • ফোনের সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। • ৩০৬০ মিলি অ্যাম্পায়ার ব্যাটারি। • ৬ জিবি র্যাম থাকছে। • ফেস আনলক ফিচার। • ওজন ১৫১ গ্রামস্ • এছাড়াও থাকছে ওয়াই-ফাই, জিপিএস, ব্লু-টুথ, ইউএসবি ওটিজি • ৩জি ও ৪জি সাপোর্ট • ফোনে থাকছে স্ট্যান্ডার্ড ফিচারসমূহ যেমন: কম্পাস, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর, এক্সেলেরোমিটার, এ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং গাইরোস্কোপ। • রঙ: কালো, নীল, সাদা
উল্লেখ্য, আইফোনের মতো একই ডিসপ্লে বানিয়ে গ্রাহকদের মন জয় করতে চাইছে নোকিয়া। কালো, সাদা ও নীল রঙের নোকিয়া এক্স৬ এর দাম ভারতের বাজারে ১৩,৮৯০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও আছে: