লাস ভেগাসে চলমান বিশ্বের বৃহত্তম ‘কনসিউমার ইলেকট্রনিক্স শো’ (CES 2019) তে 1TB SD কার্ড নিয়ে হাজির হয়েছে Lexar। মুলত ভিডিওগ্রাফির কথা মাথায় রেখে এই মেমোরি কার্ড লঞ্চ হয়েছে।
Lexar 1TB SD কার্ডের দাম 499 মার্কিন ডলার (প্রায় 35,200 টাকা)। এই কার্ডে সর্বোচ্চ 95 Mbps রাইট স্পিড আর 70 Mbps রিড স্পিড থাকছে। Class 10 এই মেমড়ি কার্ডে থাকছে UHS speed class 3 আর ভিডিও স্পিড class 30।
4K ভিডিও রেকর্ডিং এর সময় দারুন কাজে লাগবে Lexar 1TB SD কার্ড। 2016 সালে SanDisk প্রথম 1TB মেমোরি কার্ড লঞ্চ করলেও তা কখনই দিনের আলো দেখেনি। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে Lexar 1TB SD কার্ড বিক্রি হবে।