চীনের শাওমি আনছে শক্তিশালী ৫২ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন, “শাওমি মি এ২”। দুর্দান্ত কনফিগারেশনের এই ফোনটিতে থাকছে অ্যাসপেক্ট রেশিও ১৮:৯ এর ৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। পিক্সেল ২১৬০ x ১০৮০ পিক্সেল।
ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালম স্ন্যাপড্রাগন ৬৬০ মডেলের চিপসেট।
৪ জিবি র্যামের মিস এ টু ফোনটিতে ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ছবির জন্য শাওমির নতুন ফ্লাগশিপ ফোনটিতে থাকছে ২০ ও ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেলের। সব মিলিয়ে ফোনটিতে ৫২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ব্যাকআপের জন্য শাওমির নতুন ফোনে ৩০১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেলব ব্যাটারি রয়েছে।
অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস। ফোনটির প্রত্যাশিত মূল্য ৩০ হাজার টাকা।
আরও ফোনের খবর: