চীনের ইলেকট্রনিক ডিভাইস নির্মাতা হুয়াওয়ে এই প্রথমে বারের মত ৮ জিবি র্যামের স্মার্টফোট উন্মোচন করেছে, নাম অনার ১০ জিটি (Honor 10 GT)। হুয়াওয়ে এই সিরিজের আগের ভার্সন অনার ১০ চীনের বাজারে ছেড়েছিল এপ্রিল, যা ইন্টারন্যাশনাল মার্কেটে মে তে প্রযুক্তি পাগল ব্যবহারকারীদের জন্য ছাড়া হয়। ৪ জিবি ও ৬ জিবি র্যামের দুইটি বৈচিত্রে অনার ১০ পাওয়া যায়।
হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল, জিপিইউ টার্বো টেকনোলজি ব্যবহারের ফলে কাঙ্খিত স্মর্টফোনের গ্রাফিক্স পারফরমেন্স সর্বোচ্ছ ৬০ গুণ বৃদ্ধি করা সম্ভব।
অনার ১০ জিটি (জিপিইউ টার্বো) স্মার্টফোনটির মূল্য রাখা হয়েছে ২ হাজার ৯৯৯ ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা।
স্মার্টফোনটি উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল, খুব শীগ্রই এশিয়ার বেশ কয়েকটি দেশেই পাওয়া যাবে এই স্মার্টফোনটি। ধারণা করা হচ্ছে বাংলাদেশেও পাওয়া যেতে পারে এই স্মার্টফোনটি।
হুয়াওয়ে অনার ১০ জিটি এর স্পেসিফিকেশন
ফ্যাক্টর | স্পেসিফিকেশন |
---|---|
স্ক্রিন সাইজ | ৫.৮৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস নচ যুক্ত আইপিএস এলসিডি ডিসপ্লে |
রেজ্যুলেশন | ১৯২০ x ১২০০ ও ১৯:৯ আসপেক্ট রেশিও |
রিয়ার ক্যামেরা | ২৪ + ১৬ মেগাপিক্সেল |
সেলফি ক্যামেরা | ২৪ মেগাপিক্সেল |
চিপসেট | হুয়াওয়ের নিজস্ব হাইসিলিকোন কিরিন ৯৭০ |
প্রসেসর | ২.৬ গিগাহার্টজ, অক্টাকোর |
র্যাম | ৮ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ১২৮ জিবি |
ইউজার ইন্টারফেস | হুয়াওয়ের নিজস্ব ইএমইউআই ৮.০ |
সিম স্লট | সিঙ্গেল ন্যানো সিম স্লট, (ফোরজি) সাপোর্টেড |
নেটওয়ার্ক টেকনোলজি | জিএসএম |
ব্যাটারি | ৩,৮০০ এমএএইচ |
আরও রয়েছে: