Advertisements
ওভেন ছাড়াও নিজেদের ঘরে দোকানের মত ডোনাট (Donut) তৈরি করা যায়। তাহলে দেখে নিন রেসিপিটি।
ডোনাট (Donut) তৈরীর উপকরণ
উপকরণের নাম | পরিমাণ |
---|---|
ময়দা | সোয়া ১ কাপ (১ এবং ১/৪) |
মাখন | ১/৪ কাপ |
চিনির গুঁড়া | ৬ টেবিল চামচ |
ইস্ট | ৩/৪ চা চামচ |
গরম দুধ | ২/৩ কাপ |
রান্নার পদ্ধতি
১। | প্রথমে গরম দুধের সাথে চিনির গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। |
২। | তারপর এতে পানিতে গলানো ইস্ট দিয়ে দিন। এবার এটি ১০ মিনিটের জন্য রেখে দিন। |
৩। | এবার ময়দার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিন। আপনি যদি লবণ দিতে চান, তবে দিতে পারেন খুবই সামান্য পরিমাণে। |
৪। | এখন ময়দার সাথে ইস্ট মিশিয়ে ডো তৈরি করে ফেলুন। |
৫। | ডো’টিতে মাখন দিয়ে ৫-৬ মিনিট মিশিয়ে নিন। |
৬। | এবার ডোটি ঢেকে আধা ঘন্টা থেকে এক ঘণ্টা রেখে দিন। |
৭। | খেয়াল রাখবেন ডোটি যেন শক্ত না হয়ে যায়। |
৮। | এখন ডোটি বেলে রুটির মত করে নিন। |
৯। | ডোনাট কাটার দিয়ে কয়েকটি ডোনাট কেটে নিন। |
১০। | এখন কাটা ডোনাটগুলো ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিন। |
১১। | মাঝারি আঁচে তেল গরম করতে দিন। |
১২। | তেল গরম হয়ে গেলে ডোনাটগুলো দিয়ে দিন। |
১৩। | ডোনাটগুলো বাদামী রং হয়ে ফুলে উঠলে চুলা থেকে নামিয়ে ফেলুন। |
ব্যস তৈরি হয়ে গেল মজাদার ডোনাট।
আপনি ক্রিমি বা চকলেট ডোনাট তৈরি করতে চান, তবে চকলেট সসে ভাজা ডোনাট মাখিয়ে তার উপর সুগার বল দিয়ে সাজিয়ে নিন।