যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট এ্যাপলের পণ্য মানেই নতুন উদ্ভাবনের চমক। এবারের চমক ল্যাপটপের কিবোর্ডে। পুরো কিবোর্ড সরিয়ে সেখানে স্থাপন করা হয়েছে বিশেষায়িত প্লাস্টিকের ইলেকট্রনিক কিবোর্ড যা হাতের স্পর্শে কাজ করবে। টপ স্ক্রিণের সাথে নীচের এই স্ক্রিন দিয়ে ডুয়াল স্ক্রিনের সুবিধা নিয়ে আসবে এ্যাপ, গেম ডেভেলপার ও ব্যবহাকারীদের জন্য অপরিমেয় সুবিধা।
সাম্প্রতিক সময়ে এ্যাপলের কিবোর্ড কারিগরী ত্রুটির কারণে ব্যবহারকারীগণের রোষানলে পড়ে এ্যাপল। পরিস্থিতি সামলে নিয়ে কর্তৃপক্ষ নিয়ে আসে ম্যাকবুক প্রো কিবোর্ড ৷
তবে, এখানেই থামেনি সংস্থা ৷ ভবিষ্যতে ব্যবহারকারীদের উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য নিয়ে আসছে আধুনিক প্রযুক্তিতে তৈরি ডুয়েল স্কিনের ল্যাপটপ ৷ সূত্রের খবর, পুরোপুরিভাবেই ফিজিক্যাল কিবোর্ড সরিয়ে প্লাস্টিকের কিবোর্ড আনার পরিকল্পনা করছে মার্কিন সংস্থাটি ৷
ডুয়াল স্ক্রিন ম্যাকবুক হবে একেই ভিন্ন কিছু। ম্যাকবুকে ডুয়াল স্ক্রিনের টাচ সুবিধা আনতে হলে ম্যাক ওসে আহামরি কোন পরিবর্তন করতে হবে না। ল্যাপটপের উপরের স্ক্রিণে যথারীতি কাজ করবে; শুধু মাত্র ফিজিক্যাল কিবোর্ডকে উঠিয়ে দিয়ে সেখানে টাচ স্ক্রিন বসানো হবে, যাতে থাকবে একটি এ্যাডজাস্টেবল কিবোর্ড। টপ স্ক্রিনের কারসর নড়াচড়ার জন্য এখানে মাউসের ট্র্যাকপ্যাড বসানো হবে।
এই ফ্লেক্সিবল সেটআপ দিয়ে গেম ডেভেলপারদের তাদের গেমের জন্য সম্পূর্ণ ডেডিকেটেড ও কাস্টমাইজড গেম কন্ট্রোলার নিয়ে আসতে পারবেন। ভাষা পরিবর্তন করাও অনেক সহজ হবে, এমনকি চাইলেই একজন চাইনিজ ব্যবহারকারী তাদের পছন্দের মান্দারিন ভাষায় ইনপুট দিতে পারবেন।
ডিজিটাল পেইন্টারগণ নীচের এই প্যাড থেকে কালার হুইলের যে কোন রঙ পছন্দ করে নিতে পাবেন। এখানে এ্যাপল বসিয়ে দিতে চায় কালার হুইল, যেখান মিলিয়ন রঙ জ্বলজ্বল করতে থাকবে ব্যবহারকারীর জন্য।
ডিসপ্লেতে অ্যাক্টিভ থাকা বিভিন্ন অ্যাপ্লিকশন অনুযায়ী পরিবর্তিত হতে পারে এই আধুনিক কিবোর্ডটি৷ তবে, নয়া কিবোর্ড নিয়ে বেশ আশাবাদী সংস্থা ৷ অন্যদিকে, সফলতার পাশাপাশি বেশ কিছু সমস্যা তৈরির সম্ভবনাও থাকছে ৷
প্রথম থেকেই ইউজারদের সর্বোত্তম পরিষেবা দিয়ে আসছে মার্কিন সংস্থাটি৷ ক্রেতারা যাতে সঠিক পরিষেবা পান, বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন সংস্থা ৷ সেজন্যই সংস্থা এনেছে একটি বিশেষ প্রোগ্রাম৷ যেখানে ম্যাকবুক কিবোর্ড ব্যবহারকারীরা কোনও সমস্যায় পড়লে সেটিকে সংশোধনের করতে পারবেন একেবারে বিনামূল্যে ৷