Advertisements
ফজলি আমের ঋতুতে বেশি করে এই কাশ্মিরী আচার তৈরী করে ফ্রিজে রেখে দেওয়া যায়। নিজেরা মজা করে খাওয়ার পাশাপাশি অতিথি আপ্যায়নেও এই আচার পরিবেশন করা যায়। এছাড়াও, ফ্রাইড রাইস , কিমা পোলাও, বা বিরিয়ানীতে অ্যাপিটাইজার হিসাবে কাশ্মিরী আচার ব্যবহার করা যায়।
আজকের রেসিপিতে ফজলি আম দিয়ে কাশ্মিরী আচার বানানোর পদ্ধতি আলোচনা করা হয়েছে।
কাশ্মিরী আচার তৈরীর উপকরণ
উপকরণের নাম | পরিমাণ |
---|---|
আম (পাতলা করে কাটা) | ৪ কাপ |
আদা ( লম্বা স্লাইস করে কাটা) | ২ টেবিল চামচ |
শুকনা মরিচ ( কুঁচি করে কাটা) | ১ টেবিল চামচ |
চিনি | ৩ কাপ |
সাদা ভিনেগার বা সিরকা | ১/৩ কাপ |
রান্নার পদ্ধতি
১। | ফজলি আম প্রথমে লম্বা ও পাতলাভাবে স্লাইস করে নিন। |
২। | এবার পানিতে ফিটকিরি গুলে নিয়ে সেই পানিতে আম ঢেলে দিয়ে প্রায় ২ থেকে ২:৩০ ঘণ্টা পর্যন্ত ভিজিয়ে রাখুন। |
৩। | ২ থেকে ২:৩০ ঘণ্টা পরে ফিটকিরিযুক্ত পানি থেকে আম তুলে নিয়ে ভাল করে সাধারন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। |
৪। | এবার চুলায় পরিমাণ মত পানি দিন। পানি এমনভাবে দিতে হবে যেন তা মাপে চিনির থেকে প্রায় অর্ধেক পরিমাণে হয়। |
৫। | পানি ফুটে উঠলে তাতে চিনি দিয়ে ভাল করে গুলিয়ে নিন। চিনি পানিতে মিশে গেলে তাতে আম দিয়ে জ্বাল দিন কিছুক্ষণ। |
৬। | জ্বাল দেয়ার কিছুক্ষণ পরে এতে আদা যোগ করুন। আদা দেবার পরে আগুনের আঁচ কমিয়ে দিন। |
৭। | চিনির সিরা ঘন হয়ে আসলে সিরকা ও মরিচ কুঁচি দিয়ে কিছুক্ষন রেখে নামিয়ে নিন। হয়ে গেল আমের কাশ্মীরি আচার। |
তৈরী হয়ে গেলো মজাদার স্বাদের কাশ্মিরী আচার। এই পরিবেশনের পালা।