শরীরে নানাভাবে ফোসকা পড়তে পারে; গরম তেলের কারণে, নতুন জুতার কারণে, অতিরিক্ত টাইট পোশাকের কারণে। যেভাবেই পড়ুক, তা বেশ কিছুদিন ভোগায়। বিশেষ করে এটা ফেটে গেলে অসহ্য জ্বলুনির সৃষ্টি করে, যা খুবই যন্ত্রণাদায়ক।
আজকে টিপস এ জেনে নেবো, ফোসকার এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়ার দারুণ কিছু কার্যকর উপায়।
ফোসকা নিরাময়ে করণীয়
১) ঠাণ্ডা পানিতে লবণ মিশিয়ে নিন। ঐ পানি পায়ের যে অংশে ফোসকার সৃষ্টি হয়েছে, সেই অংশ ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে জ্বালা ও ফোসকার ফোলা ভাব অনেকটা কমে যাবে।
২) ফোসকার উপর টুথপেস্ট লাগান। এতে এর ভেতরের জল খুব সহজেই শুষে নেয়; জ্বালা ও ফোলা ভাবটাও কমে যাবে।
৩) ফোসকার উপর ডিমের সাদা অংশ লাগাতে পারেন। পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যদি চামড়ায় ডিমের সাদা অংশ লাগাতে পারেন, তা হলে দেখবেন, এটা পড়বেই না।
৪) ফোসকার ব্যাথায় ডিওডোর্যান্ট দারুন কাজে দেয়। তবে, স্প্রে ডিওডোর্যান্ট (spray deodorant) নয়, রোল-অন (roll-on deodorant) ধরনের ডিওডোর্যান্ট ফোসকার উপরে লাগিয়ে নিলে ব্যাথা তাড়াতাড়ি কমে যাবে।
৫) গ্রিন টি এর অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান খুব দ্রুত ফোলা এবং জ্বালা কমায়। হাতের কাছে গ্রিন টি না থাকলে, সাধারণ চায়ের লিকার ঠাণ্ডা করেও ফোসকার উপর লাগাতে পারেন।