ফেসবুকে (Facebook) যখন আপনার নিজের একটি এ্যাকাউন্ট তৈরী করেন, তখন আপনার ডিভাইসের ডিফল্ট ভাষা (Device default language) সেটিং এর উপর ভিত্তি করে ফেসবুকে আপনার এ্যাকাউন্টের ভাষা নির্ধারণ করে নেয়। আর তারিখ, সময় ও ডিজিট কোন ভাষাতে দেখাবে, সেটিও ডিভাইসের এই সেটিং থেকে ঠিক করে নেয়। ফেসবুকে প্রয়োজন অনুযায়ী আপনি ভাষা পরিবর্তন করতে পারবেন। এতে ফেসবুকের বিভিন্ন বোতাম, নোটিফিকেশন এবং বেশিরভাগ লেখা সে ভাষায় দেখাবে।
যেভাবে ভাষা পরিবর্তন কবেন
১. প্রথমে কম্পিউটার থেকে ফেসবুকে লগইন করুন।
২. ওপরের ডান দিকে ড্রপ-ডাউন মেনু আইকন দেখাবে, ক্লিক করে Settings নির্বাচন করুন।

৩. বাঁ দিকের অংশ থেকে Language and Region এ ক্লিক করুন। এখান থেকে ফেসবুকের ভাষা বদলাতে পারবেন। আর ভাষা বদলালে এলাকা সংক্রান্ত তথ্যও (যেমন তারিখ, সময় ও সংখ্যা) স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে।

৪. ‘Language for buttons, titles and other text from Facebook on this device’ লেখার পাশে Edit এ ক্লিক করে ভাষা নির্বাচন করুন।

৫. Save Changes এ ক্লিক করে নতুন সেটিং সংরক্ষণ করুন।

৬. ভাষা ঠিক রেখে ফেসবুকে তারিখ, সময় এবং সংখ্যা দেখানোর ধরন বদলাতে চাইলে Regional Format এর পাশের Formats for dates, times, and numbers লেখার পাশে Edit এ ক্লিক করে এলাকা নির্বাচন করুন।

৭. যথারীতি Save Changes এ ক্লিক করে নতুন সেটিং সংরক্ষণ করুন।
৮. তাপমাত্রা দেখানোর একক ফারেনহাইট বা সেলসিয়াস করতে চাইলে Temperature এ ক্লিক করে সেটিং বদলে Save Changes এ ক্লিক করুন।

Facebook App এ ভাষা পরিবর্তন করবেন যেভাবে
কিন্তু, ডিভাইসে ফেসবুক এ্যাপে ভাষা সেটিং পরিবর্তন করতে চাইলে, মেনু বাটন থেকে আপনার পছন্দের ভাষায় পরিবর্তন করতে পারবেন এভাবেঃ
০১। উপরের ডান দিকে কর্নারে থাকা মেনু বাটনে ট্যাপ করুন।
০২। ক্রল করে নিচে Settings & Privacy তে আসুন। এখানে Language এ ট্যাপ করুন।

০৩। বিভিন্ন ভাষার তালিকা থেকে আপনার পছন্দের ভাষাতে ট্যাপ করুন।

খেয়াল করুন, আপনার এ্যাপের সব কিছু ইতিমধ্যেই আপনার পছন্দের ভাষাতে পরিবর্তন হয়ে গেছে।
তথ্যসূত্র: Facebook Help Center. Photo by Kon Karampelas on Unsplash