প্রায়ই ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয়। এমনকি সহজে ইন্সটাগ্রাম থেকে ছবি ডাউনলোডও করা যায় না। ডাউনলোড করলেও দেখা যায় পুরো পেজসহ ডাউনলোড হয়েছে। এ সমস্যা এড়িয়ে ইনস্টাগ্রামের ছবি ফোনে কীভাবে সেভ করা যাবে তা নিয়েই আজকের টিপস।
যেভাবে ইন্সটাগ্রামের ছবি সেভ করবেন
- প্রথমে ইনস্টাগ্রামের প্রোফাইলে যেতে হবে।
- প্রোফাইল থেকে ডানে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে।
- সেখানে নতুন পেজে নিচে ‘Settings’ অপশন পাওয়া যাবে। এতে ক্লিক করলে ‘Account’ অপশন আসবে।
- সেখান থেকে ‘Original Photos’ এ ক্লিক করতে হবে।
- নতুন পেজে ‘Save Original Photos’ অপশনটি দেখা যাবে। এর পাশে থাকা টগল বাটনটি অন করলে ইনস্টাগ্রামে আপলোড করা সব ছবি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেভ হবে।
- ফোনের গ্যালারিতে গিয়ে ‘Albums’ এ ক্লিক করলেই ‘Instagram Pictures’ অপশনটি পাওয়া যাবে।
ইন্সটাগ্রামে অন্যের আপলোড করা ছবি যেভাবে সেভ করবেন
- ইনস্টাগ্রামের যে ছবি সেভ করতে চান সেটার ডান দিকে থাকা বুকমার্ক আইকনে ক্লিক করতে হবে।
- সেভ হয়েছে কিনা তা দেখতে নিজের প্রোফাইলে যেতে হবে।
- এরপর হ্যামবার্গার মেনুতে গিয়ে ছবি সেভ করতে হবে।