Advertisements
ঘরে খুব সহজেই শাহি ফিরনি রান্না করা যায়। মিষ্টি জাতীয় এই খাবার ছোট-বড় সকলেই পছন্দ করেন। যে কোন খাবারের পর এই ফিরনি খাওয়া যায়।
আজকের শাহি ফিরনি রেসিপিটি পড়ে ফেলি তাহলে।
শাহি ফিরনি তৈরীর উপকরণ
উপকরণ | পরিমাণ |
---|---|
পোলাওয়ের চাল | ১ কাপ |
কিশমিশ | ২ টেবিল-চামচ |
দুধ | ২ লিটার |
পেস্তা বাদামের কুচি | ২ টেবিল-চামচ |
কনডেন্সড মিল্ক | ১টি |
মাওয়া গুঁড়া | ৪ টেবিল-চামচ |
দারুচিনি | ৪ টুকরা |
চিনি | আধা কাপ |
এলাচ | ২টি |
জাফরান | আধা চা-চামচ |
কেওড়া | ১ টেবিল-চামচ |
শাহি ফিরনি তৈরীর পদ্ধতি
১। | পোলাওয়ের চাল ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর আধা-আধা করে বেটে নিন। |
২। | চালের এই গুড়াকে দুধে জ্বাল দিতে হবে। |
৩। | চাল সেদ্ধ হলে চিনি, কনডেন্সড মিল্ক, দারচিনি, এলাচ দিতে হবে। |
৪। | কিছুক্ষণ পর কিছুটা কিশমিশ, পেস্তা বাদামের কুচি দিতে হবে। ঘন হয়ে গেলে কেওড়া জাফরানের সঙ্গে মিলিয়ে ফিরনিতে দিয়ে নামাতে হবে। |
আমাদের ফিরনি রান্না শেষ হয়েছে। এবার ফিরনি একটি রুচিসম্মত পাত্রে ঢেলে এর মধ্যে মাওয়া, কিশমিশ, পেস্তা বাদামের কুচি দিন।
সাজানো হলে ঠাণ্ডা করে শাহি ফিরনি পরিবেশন করতে হবে।