ওয়াশিং মেশিন (washing machine) আমাদের কাপড়ের যত্ন নেয় নিয়মিত। ওয়াশিং মেশিন আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ। কাচাকাচির ঝামেলা ও খাটনি থেকে আমাদের মুক্তি দেয় ওয়াশিং মেশিন। তবে এই মেশিনের কিছু যত্ন নেওয়া জরুরি। ওয়াশিং মেশিন বেশিদিন ভালো রাখতে কী করবেন আর কী করবেন না, জেনে নিন।
বাথরুমে ওয়াশিং মেশিন না রাখা
ওয়াশিং মেশিন দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে বাথরুমে ওয়াশিং মেশিন একেবারেই রাখবেন না। পানির ছিটা কিংবা বাষ্প ওয়াশিং মেশিনের স্থায়িত্ব কমায়।
খর পানি ব্যবহার না করা
প্রচুর পরিমাণে খনিজ লবণ ও মিনারেল থাকে মাটির অনেক ভেতর থেকে আসা এই পানি। এই পানিতে সাবানের ফেনা ঠিকমতো হয় না,কাপড়ও পরিষ্কার হয় না। আর এ থেকে ওয়াশিং মেশিনের ক্ষতি হয়। প্রয়োজনে খর পানির ছাকনি লাগাতে পারেন।
কাপড়ের ভেতরকার জিনিস বের করে নিন
কাপড়ের ভেতরে অনেক সময় টাকা-পয়সা, চাবি, এমনকি ফোনও থেকে যায়। এসব জিনিসসহ প্যান্ট বা ব্যাগ আমরা না খেয়াল করেই কাচতে দিয়ে দিই, এতে ওয়াশিং মেশিনের ক্ষতি হয়।
ভেজা কাপড় ওয়াশিং মেশিনে না রাখা
কোনো কাপড়ে দাগ লাগলে তা সারা রাত যদি ভিজিয়ে রাখতে হয় বালতিতে রাখুন, ওয়াশিং মেশিনে রাখবেন না। আবার ভেজা কাপড় শুকাতে দেবেন বলে ওয়াশিং মেশিনে ফেলে রাখবেন না।
অতিরিক্ত সাবান না দেওয়া
অতিরিক্ত কাপড় কাচার সাবান দিলেই মেশিন তাড়াতাড়ি পরিষ্কার হবে এই ধারণা ভুল, বরং বেশি সাবান দিলে অনর্থক ফেনা তৈরি হবে, যার ফলে ওয়াশিং মেশিনের নিষ্কাশন ব্যবস্থাকে খারাপ করে দিতে পারে। এতে করে পরে ওয়াশিং মেশিনও খারাপ হয়ে যেতে পারে।