রসালো ফল তরমুজ চলে এসেছে বাজারে। এই গরমে তরমুজের এক গ্লাস ঠাণ্ডা স্মুদি আপনাকে করবে সতেজ। এটি বানানোও ভীষণ সহজ। জেনে নিন রেসিপি।
তরমুজের স্মুদি’র উপকরণ
উপকরণের নাম | পরিমাণ |
---|---|
তরমুজের টুকরা | দেড় কাপ (বিচি ছাড়ানো) |
পাকা কলা | ১টি (টুকরো করা) |
দই | ৩/৪ কাপ |
পুদিনা পাতা | এক মুঠো |
চিনি | স্বাদ মতো |
প্রস্তুত প্রণালি
১। | প্রথমে তরমুজ ব্লেন্ড করে নিন। |
২। | এরপর পাকা কলা, দই ও পুদিনা পাতা দিয়ে মিহি ব্লেন্ড করুন। |
৩। | সব শেষে চিনি মিশিয়ে ব্লেন্ড করুন। চাইলে চিনি বাদ দিয়েও বানাতে পারেন স্মুদি। |
পরিবেশন করুন গ্লাসে ঢেলে ও বরফ কুচি মিশিয়ে।