উইন্ডোজ ১০ এ ফাইল এক্সপ্লোরার (File Explorer) দিয়ে ফাইল ম্যানেজমেন্টের কাজ করা হয়। একে আমরা জনপ্রিয়ভাবে শুধু এক্সপ্লোরার হিসাবেও ডেকে থাকি। হাজার হাজার ফাইল জমা হয়ে গেলে তার মধ্যে থেকে প্রয়োজনীয় ফাইল খুঁজে পাওয়া সহজ করতে এই এক্সপ্লোরারে একটি সার্চ ফিচার রয়েছে। যখনই কোন কিছু সার্চ করবেন, তখনই তা উইন্ডোজের সার্চ হিস্ট্রি হিসাবে জমা থাকে।
কিবোর্ড থেকে F3 চাপ দিয়ে সার্চ বক্সে গিয়ে যে ফাইল খুঁজতে চাই, তার নামের একাংশ লিখে Enter কি চাপ দিয়ে সার্চ শুরু করা যায়। শুধু ফাইল না, সার্চ ফিচারের মাধ্যমে ফোল্ডারও সার্চ করা যায়।
এক্ষেত্রে, সার্চ বক্সে কারসর রাখলে ড্রপডাউন ডায়ালগ বক্সে আগে টাইপ করা হয়েছে এমন সব এন্ট্রিগুলো দেখায়ে থাকে, যা সার্চ হিস্ট্রি হিসেবে জমা হয়ে যায়।
কিভাবে ব্যবহারকারী এই সুবিধা গ্রহণের পর সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারেন, বা, কোনো সার্চ হিস্ট্রিই জমা হবে না; তার তিনটি সম্ভাব্য উপায় সম্পর্কে আপনাদের অবগত করবো। তো, চলুন দেখে নিই, কিভাবে উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার এ সার্চ হিস্ট্রি মুছে ফেলা যায়।
সার্চ হিস্ট্রি মুছে ফেলার উপায়সমূহ
১. ফোল্ডার অপশন ব্যবহার করে ফাইল এক্সপ্লোরার হিস্ট্রি মুছে ফেলা।
২. উইন্ডোজ রেজিস্ট্রি ব্যবহার করে সার্চ হিস্ট্রি মুছে ফেলা।
৩. উইন্ডোজের গ্রুপ পলিসি এডিটর (Group Policy Editor) ব্যবহার করে ফাইল এক্সপ্লোরার হিস্ট্রি ডিজেবল করা।
১. ফোল্ডার অপশন ব্যবহার করে এক্সপ্লোরারের সার্চ হিস্টোরি মুছে ফেলা
আপনি ফাইল এক্সপ্লোরার থেকে View -> Options থেকে ম্যানুয়ালি আপনার ফাইল এক্সপ্লোরার হিস্ট্রি মুছে ফেলতে পারেন।
এর জন্য, প্রথমে আপনাকে উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার ওপেন করতে হবে। এরপর উইন্ডো এর উপরের দিক থেকে View ট্যাবে ক্লিক করে Options অপশনটি নির্বাচন করুন। এটি Folder Options এর একটি নতুন ডায়লগ ওপেন করবে।

উইন্ডো এর নিচের দিকে Privacy গ্রুপ বক্সের মধ্যে আপনি দেখতে পাবেন, যেখানে বলা হয়েছে: “Clear File Explorer history”, সেখানে Clear বাটনে ক্লিক করুন এবং OK প্রেস করুন।

তাহলে আপনার পুরনো সমস্ত হিস্ট্রি যা সেভ ছিল, সেটি মুছে যাবে। এরপর আপনি সার্চ বক্সে কিছু টাইপ করবেন, সেটি আবারো ফাইল এক্সপ্লোরারের হিস্ট্রি হিসেবে সেভ থাকবে। উল্লেখ্য, হিস্ট্রি মুছে ফেলার আগে ডাবল চেক করে নিন। কারন এটি কোন রকমের কনফার্মেশন ছাড়াই নি:শব্দে কাজ করে ফেলে।
২. উইন্ডোজ রেজিস্ট্রি থেকে সার্চ হিস্ট্রি মুছে ফেলা
কখনো কখনো আপনার ফাইল এক্সপ্লোরার এর কোনো নির্দিষ্ট হিস্ট্রি এন্ট্রি মুছে ফেলার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আপনি রেজিস্ট্রি এডিটর ব্যবহার করতে পারেন। এটি একাধারে সমস্ত হিস্ট্রি মুছে ফেলতেও ব্যবহার করা যায়। নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন:
১. Windows key + R প্রেস করে Run ডায়লগ ওপেন করুন। এবারে, regedit.exe টাইপ করে এন্টার কি চাপ দিন। তাহলে, Registry Editor window টি চালু হবে। এরপর রেজিস্ট্রি এডিটরের নিম্নোক্ত key সার্চ করে বের করুন (মেনু থেকে Edit -> Find এ ক্লিক করে “WordWheelQuery” লিখে Find Next বাটনে ক্লিক করুন)।
“HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\WordWheelQuery”
উইন্ডো এর ডান পাশে আপনি সংখ্যায়িত entry দেখতে পাবেন। এগুলোই হল আপনার হিস্ট্রি তে সার্চ করা সমস্ত এন্ট্রিসমূহ।

প্রত্যেকটি তে ডাবল ক্লিক করে, আপনার কাঙ্খিত এন্ট্রিটি খুঁজে বের করুন। এবার আপনি চাইলে এগুলোকে পৃথক পৃথক ভাবে রাইট ক্লিক করে ডিলিট অপশন বেছে নিতে পারেন। অথবা, যদি সমস্ত search entry কে একসাথে ডিলিট করতে চান; সেক্ষেত্রে “WordWheelQuery” key তে রাইট ক্লিক করুন এবং লিস্ট থেকে Delete অপশনটি বেছে নিন।

তাহলে ফাইল এক্সপ্লোরার সার্চ এর সমস্ত হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। চালু থাকা উইন্ডো গুলো বন্ধ করুন।
এবার আপনি যখন একই search ফাইল এক্সপ্লোরার এ টাইপ করবেন, সাজেশন বক্সে সেটি আর দেখানো হবে না।
৩. গ্রুপ পলিসি এডিটর ব্যবহার করে ফাইল এক্সপ্লোরার সার্চ হিস্ট্রি ফিচার ডিজেবল করা
আপনি যদি চান যে, ফাইল এক্সপ্লোরার ফিচারটি কখনোই আপনার সার্চ হিস্ট্রি কে জমা করে না রাখুক; সেক্ষেত্রে আপনি Group Policy Editor এ থেকে এটি সম্পন্ন করতে পারেন। নিম্নোক্ত ধাপসমূহ অনুসরন করুন:
১. প্রথমে উইন্ডোজ key + R চেপে run ডায়লগ ওপেন করুন। এরপর লিখুন gpedit.msc এর মাধ্যমে Group Policy Editor উইন্ডোটি ওপেন হবে। এরপর নিম্নোক্ত key টি খুঁজে বের করুন:
“User Configuration\Administrative Templates\Windows Components\File Explorer”
File explorer এ ক্লিক করুন। তাহলে, ডান পাশের উইন্ডোতে এর অধীনে থাকা সব অপশনগুলো দেখাবে।
“Turn off the display of recent search entries in file explorer” অপশনটি খুঁজে বের করুন।

এতে ডাবল ক্লিক করলে, এর প্রপার্টি উইন্ডো ওপেন হবে। “Enabled” অপশনটি নির্বাচন করুন।

এই অপশনটি চালু করার জন্য Apply এ ক্লিক করুন; এরপর Ok করুন।
এরপর সবগুলো চালু থাকা উইন্ডো ক্লোজ করুন।
এখন আপনি সমগ্র সিস্টেমটি একান্ত ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রস্তুত।
উপরোল্লিখিত পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আপনার সার্চ হিস্টোরি কোন চিহ্নও থাকবে না। এর ফলে,অন্য কোনো ব্যবহারকারী সিস্টেমে আপনি কি ব্যবহার করলেন, তা সম্পর্কে জানতেও পারবে না।
আরও টিপস ও ট্রিক্স: