গোপনীয়তার নীতিমালা

HelloBanglaWorld - Know Everything in Banglaগোপনীয়তার নীতিমালা

হ্যালোবাংলাওয়ার্ল্ড আপনার একাউন্টের গোপনীয় তথ‍্য কোথাও প্রকাশ করে না। এ ব্যাপারে আমাদের কিছু কথা না বললেই নয়।

আমরা এই ওয়েবপোর্টালে “নিজে থেকে” ব্যবহারকারীদের কোন তথ্য সংগ্রহ করে রাখি না। যদি রাখা হয়, তবে কোন প্রেক্ষিতে রাখা হয়, কতটুকু রাখা হয়, কতদিন রাখা হয়, সে ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা নিচে উল্লেখ করা হয়েছে।

পাঠকদের নিকট কোন তথ্য চাওয়া হয় না

হ্যালোবাংলাওয়ার্ল্ড কোন ব্যবহারকারীকে কখনও টেলিফোনে যোগাযোগ করে তার ইউজারনেম, পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে না। বা, তার নিকট থেকে কোন আর্থিক আনুকুল্যের জন্য অনুরোধ করবে না। আমাদের নামে কেউ যদি কোন ব্যবহারকারীকে যোগাযোগ করে, তবে তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল। প্রয়োজনে আপনার নিটকস্থ আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্যও অনুরোধ জানায় হ্যালোবাংলাওয়ার্ল্ড।

  • আপনার পাসওয়ার্ড আমাদের কাছে নিরাপদ। আপনার পাসওয়ার্ড ডেটাবেজে MD5 এনক্রিপ্ট হয়ে থাকার কারনে সেটা আমরাও দেখতে পারি না।
  • আপনার ই-মেইল আমরা কখনোই কারো কাছে প্রকাশ করি না। আপনার কোন তথ্যকে, নাম, বা ইমেইল. অন্য কোন মার্কেটিং কোম্পানির কাজে বা যেকোনো অনলাইন মার্কেটিং এ ব্যবহার করা হয় না।
  • আপনার লগিন তথ‍্য, কোন আইপি দিয়ে লগিন করছেন, এসব আমরা কোথাও প্রদান করি না, বা, প্রকাশ করি না।
  • হ্যালোবাংলাওয়ার্ল্ড কখনোয় আপনার ক্রেডিটকার্ড নাম্বার চাইবে না।

পোস্ট কমেন্ট

প্রতিটি পোস্টের নীচে পাঠকদের জন্য একটি মন্তব্য ফর্ম রাখা আছে, সেখানে তাদের মূল্যবান চিন্তাভাবনা প্রকাশ করতে পারেন। স্পাম থেকে রক্ষা পাওয়ার জন্য কমেন্ট করতে হলে ব্যবহারকারীকে অবশ্যই আমাদের ওয়েবসাইটের রেজিস্টার করতে হবে। প্রতিটি মন্তব্যকে ওয়ার্ডপ্রেসের Akismet ফিল্টার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করা হয়। পাঠকদের মন্তব্য আমাদের ডাটাবেজে সংরক্ষিত থাকে এবং তা ব্যবহারকারীর ছবিসহ (যদি আপনি ছবি দিতে মনস্থির করে থাকেন) ওয়েবসাইটে প্রদর্শিত হতে থাকে।

কোন ব্যবহারকারী স্বেচ্ছায় কোন কমেন্ট করে থাকলে, তা সংরক্ষণ করে রাখা হয়, যাতে তার পূর্বের কোন কমেন্ট থাকলে তার সাথে মিলিয়ে কমেন্টগুলোকে হায়ারারকিক্যালভাবে প্রদর্শন করা যায়। এছাড়াও, প্রতিটি ব্যবহারকারী তার ইউজারনেম ব্যতীত এ্যাকাউন্ট তথ্য, কমেন্ট, ইত্যাদির যে কোন সম্পাদনা করতে পারবেন।

যোগাযোগ ফরম

যে কেউ হ্যালোবাংলাওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করতে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে। এছাড়াও, যোগাযোগ ফরমের মাধ্যমে আমাদের কাছে কোন বিষয় জানতে চেয়ে আপনার মন্তব্য প্রেরণ করতে পারেন। মন্তব্য পাঠাবার কাছে ব্যবসারীকে পূর্ণ নাম, ইমেইল ঠিকানা, যে কোন ফোন নাম্বার, এবং, মন্তব্যের ঘর পূরণ করে পাঠাতে হয়, যা আমাদের ডাটাবেজে সংরক্ষিত থাকে। এই তথ্যগুলো সাধারণত: মুছে ফেলা হয় না, যদি না ব্যবহারকারী তার ইমেইল ঠিকানা ব্যবহার করে তার তথ্য মুছে ফেলার জন্য অনুরোধ করেন।

এ ক্ষেত্রেও যোগাযোগকারী কোন পাঠকের (ব্যবহারকারীর) কোন তথ্য আমরা তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর বা প্রকাশ করি না।

কুকিজ নীতিমালা

যখন কোন পাঠক তার ডিভাইস থেকে হ্যালোবাংলাওয়ার্ল্ড এর ওয়েবসাইট ব্যবহার করেন, তখন আমরা নিজ থেকে কোন কুকি পাঠকের ডিভাইসে সংরক্ষণ করি না। যেটুকু করা হয়, ওয়ার্ডপ্রেস তার নিজস্ব আভ্যান্তরীন মেকানিজম কাজ করার জন্য করে থাকে। এ ব্যাপারে পাঠকবৃন্দকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে,

ব্যবহারকারীগণ আমাদের সাইট ব্রাউজ করার সাথে সাথ তাদের ডিভাইসে একটি ক্ষণস্থায়ী কুকি সংরক্ষণ করা হয় (যদি আপনি আপনার ব্রাউজারে কুকি সংরক্ষণের অনুমতি দিয়ে থাকেন তবেই)। এই কুকিতে কোন ব্যক্তিগত তথ্য থাকে না এবং আপনি ব্রাউজার বন্ধ করার সাথে সাথে তা এক্সপায়ার হয়ে যায়।

ব্যবহারকারীগণ যদি পূর্বে আমাদের সাইটে স্বেচ্ছায় রেজিস্টার করে থাকেন, তবে, পুনরায় যে কোন লগ-ইন এর সময় একটি ক্ষণস্থায়ী কুকি ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষণ করা হয় (যদি আপনি আপনার ব্রাউজারে কুকি সংরক্ষণের অনুমতি দিয়ে থাকেন তবেই)। এই কুকিতে কোন ব্যক্তিগত তথ্য থাকে না এবং এটি দুই দিন পরে এক্সপায়ার হয়ে যায়।

আপনি যদি লগ-ইনের সময় “Remember Me” সিলেক্ট করে থাকেন, তবে এটি দুই সপ্তাহ পরে এক্সপায়ার করে।

কিন্তু, আপনি যদি লগ-আউট করেন, তা ঐ কুকি সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ীভাবে মুছে ফেলা হয়। আবার লগ-ইন করলে, নতুন করে কুকি সংরক্ষণ করা হয়।

গুগল এ্যাডভারটাইজমেন্ট ও এ্যানালাইটিক্স

এই ওয়েবসাইটে গুগলের এ্যাড প্রদর্শিত হয়। এই এ্যাড প্রদর্শনের জন্যও হ্যালোবাংলাওয়ার্ল্ড কোন ব্যবহারকারীর কোনও তথ্য সংরক্ষণ করে না। ব্যবহারকারী তার নিজস্ব ডিভাইসে সার্চ ইঞ্জিনে কি কি ব্রাউজ করেন, তার উপর ভিত্তি করে গুগল তার নিজস্ব মেকানিজম দিয় আমাদের ওয়েবসাইটে এ্যাড প্রদর্শন করেন। কি এ্যাড প্রদর্শিত হবে, সেটা সম্পূর্ণ গুগল এর এখতিয়ার।

তবে অবশ্যই এখানে কোন আজেবাজে বিজ্ঞাপন প্রদর্শিত করানো হয় না। অতিরিক্ত বিজ্ঞাপন প্রদর্শন করা হয় না, যাতে পাঠকবৃন্দের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। অধিকন্তু, গুগলের কিছু বিজ্ঞাপন ক্যাটাগরিকে ব্লক করে দেয়া হয়েছে, যাতে সেগুলো পাঠকদের জন্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

আপনার তথ্যের উপরে আপনার কি ধরনের অধিকার রয়েছে

আপনি যদি স্বেচ্ছায় আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করেন, কমেন্ট করেন, তবে আপনি আপনার তথ্য মুছে ফেলার জন্য আমাদের কাছে অনুরোধ জানাতে পারেন। তবে, হ্যালোবাংলাওয়ার্ল্ড অফিসের কাজে, আইনগত প্রক্রিয়ার জন্য বা নিরাপত্তার খাতিরে আপনার তথ্য সংরক্ষণ করার অধিকার রাখে।

 

আমরা পাঠকদের জন্য গুণগত মানে উৎকৃষ্ট ও সুখপাঠ্য লেখা উপহার দেয়ার চেষ্টা করি। হ্যালোবাংলাওয়ার্ল্ডের ওয়েবসাইটে আপনার অবস্থানকালীন সময়টুকু আনন্দময় হোক!

 

“HelloBanglaWorld” will not disclose the confidential information of your account. Here are some of the information about the privacy policies of “HelloBanglaWorld”:

  • Your password is safe with us. We can not even see your password as your password is MD5 encrypted in our database.
  • We will never publish or sell your e-mail, never ever.
  • We will not provide or publish any of your login information (if any), such as, the IP address of a user uses.

We try to provide high quality and pleasant content to our readers. HelloBanglaWorld wishes a happy stay while you browse our website.